Daily

করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় মীরা ভট্টাচার্যকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও বুদ্ধদেব হাসপাতালে ভর্তি হতে চান নি। তাই বাড়িতেই চলছে তাঁর চিকিৎসা।
প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য। তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার কিছু উপসর্গ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বুদ্ধবাবু সিওপিডির পেশেন্ট। তাই করোনায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিকভাবেই চিন্তায় রাখছে চিকিৎসকদের।
বহু দিন ধরেই অসুস্থ বুদ্ধদেব। এবারের নির্বাচনে ইচ্ছে থাকলেও করোনা আবহাওয়ায় ভোট দেবার অনুমতি দেন নি চিকিৎসকেরা। থাকতেন বাড়ির মধ্যেই। তবু ভাইরাসের থাবা পড়ল তাঁর শরীরে।
ব্যুরো রিপোর্ট