Daily

গত এপ্রিলে করোনা ভাইরাস পৌঁছে গেছিল এভারেস্টে। এক বিদেশী পর্বতারোহীর শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। তারপরই বন্ধ হয় পর্বতারোহণ।
কিন্তু সম্প্রতি নেপাল সরকার আবারও খুলে দিল এভারেস্ট শৃঙ্গ ছুঁতে পাবার দরজা। ইতিমধ্যেই ৩৮ জন পর্বতারোহী এভারেস্টে উঠেছেন বলে জানাও গেছে। বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার অর্থাৎ ১১মে ১০ জন বাহরাইনী এবং ২ জন ব্রিটিশ পর্বতারোহী সহ মোট ৩৮ জন স্পর্শ করেছেন গিরিরাজকে। ফলে, আবারও উঠে এসেছে নেপাল সরকারের ভূমিকা নিয়ে।
মাউন্ট ক্লাইম্বারদের কাছে এভারেস্ট জয় চূড়ান্ত পরীক্ষা একইসাথে স্বপ্নেরও। সেই স্বপ্ন পূরণে প্রতিবছর দেশি বিদেশি পর্বতারোহীরা ভিড় জমান এভারেস্ট জয় করার আশায়। কিন্তু করোনার দ্বিতীয় ঝড় থেকে বাদ পড়েনি নেপাল। যখন সংক্রমণের ভয়াবহ রূপে প্রতিবেশী ভারত একেবারে বিপর্যস্ত, তখন এভাবে এভারেস্ট জয়ের জন্য দরজা খুলে দেওয়া নিয়েও উঠছে প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট