Market
বি পি এন ডেস্ক : অতিমারি পর্বে বেহাল হয়েছে অর্থনীতি। বেড়েছে বেকারত্বের সংখ্যা। বিধ্বস্ত হয়েছে অর্থনৈতিক পরিকাঠামো। তারপর অর্থনীতির চাকা ঘুরতে শুরু করলেও শিল্পে কমেছে বিনিয়োগ। ছোট হয়েছে কাজের পরিসর। আর এই ইস্যু নিয়ে রাজ্য–কেন্দ্রের তরজা যখন চরমে তখন সাম্প্রতিক একটি তথ্য জানান দিচ্ছে সম্পূর্ণ অন্য একটা ছবি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারেরই একটি তথ্য থেকে স্পষ্ট যে করোনা কালেও রাজ্যে হয়েছে কর্মসংস্থান। বেকারত্বের হাত থেকে বেঁচেছেন বহু মানুষ। কারণ অতিমারির আবহে এই ১০ মাসে রাজ্যে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পে ব্যাঙ্ক ঋণ দিয়েছে ৬৩,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় নীতি মেনে ছোট শিল্পে প্রতি ১ কোটি টাকার বিনিময়ে কাজের সুযোগ তৈরি হয় ৩৬ জনের। সেই সমীকরণ মেনে নিলে দেখা যাচ্ছে গত দশ মাসে নতুন করে কর্মসংস্থান হয়েছে ২৩ লক্ষ মানুষের!