Market

ধীরে ধীরে কমছে মূল্যবৃদ্ধির হার। কিন্তু পিছু ছাড়ছে না অর্থনীতি নিয়ে চিন্তা। গত মাসে খুচরো বাজারে জিনিসের দাম বেড়েছে ৮.৩%, পাইকারিতে ৮.৭%। এমনটাই বলছেন আমেরিকার সরকারি পরিসংখ্যান। ব্রিটেন জানাচ্ছে মূল্যবৃদ্ধি ৯.৯%। ভারতে খুচরো বাজারে মাথা তুললেও, পাইকারি মূল্যবৃদ্ধি ১২.৪১ শতাংশ কমে হয়েছে ১১ মাসে।
জুলাইয়ের মূল্যবৃদ্ধির চাইতে এখন এই মূল্যবৃদ্ধির হার কম হলেও তা রয়েছে রেকর্ডের কাছাকাছি ।এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। তাই শীর্ষ ব্যাংকগুলো সুদ কমানো তো দূরস্থ , স্থির রাখার পথেও হাঁটবে না। উপরন্তু এই মাসের ঋণ নীতিতে তার বৃদ্ধি সম্ভাবনা দেখা যাচ্ছে। পাইকারি মূল্য বৃদ্ধির তথ্য দিয়ে জানা গিয়েছে তৈরি পণ্য এবং চালানোর মূল্য বৃদ্ধি কমেছে ঠিকই কিন্তু এখনো চোখ রাঙাচ্ছে খাবারের দাম।
আমেরিকার মতো শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভ এর আগেই মূল্যবৃদ্ধি মোকাবেলায় দ্রুত গতিতে সুদ বৃদ্ধি এবং বেশি দিন উঁচু হারে তা বেধে রাখার পক্ষে সওয়াল তুলেছিল। খাদ্যপন্ন তো বটেই তার সঙ্গে সঙ্গে জ্বালানির দামও ব্যাপক পরিমাণে বেড়েছে সেই দেশে। এমনটাই জানিয়েছেন সেই দেশের সংশ্লিষ্ট মহল। এসব থেকে সাময়িক মুক্তির জন্যই সুদ বাড়াতে পারে ফেড।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ.