Trending

আকাশচুম্বি জ্বালানির দামে যখন নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ঠিক তখনই কিছুটা স্বস্তির নিঃশাস ফেলা গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আগামী ৩১ শে জুলাই পর্যন্ত গ্যাস বুকিংয়ে মিলবে ৯০০ টাকার ছাড়।
ট্যুইট করে IOCL-র তরফে এই বিষয়ে জানানো হয়েছে । পেটিএম এর তরফে গ্রাহকদের এই বিশেষ অফারটি দেওয়া হচ্ছে । সংস্থার তরফে জানানো হয়েছে ৩১ জুলাই পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন, অর্থাত্ দারুণ এই সুযোগ নেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র ১০ দিন । এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ে গ্রাহকরা ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ।
পেটিএমের মাধ্যমে প্রথম তিনটি সিলিন্ডার বুকিংয়ে পাওয়া যাবে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক । এই অফারের সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা প্রথম বার পেটিএম অ্যাপের মাধ্যমে বুকিং করবেন ।
পাশাপাশি এই অফার ন্যূনতম ৫০০ টাকার বুকিংয়ে মিলবে । এছাড়া এই ক্যাম্পেনে আপনি কেবল একবার এই অফারের সুবিধা নিতে পারবেন ।
IOCL এর তরফে ট্যুইটে এই বিষয়ে জানানো হয়েছে । সংস্থার তরফে জানানো হয়েছে, আরও বিস্তারিত জানতে https://paytm.com/cylinder-gas-recharge/indane লিঙ্কে ভিজিট করতে হবে ।
কীভাবে করবেন বুকিং? জেনে নিন
প্রথমে পেটিএম অ্যাপে যেতে হবে। Paytm এ Show more এ ক্লিক করতে হবে Recharge ও পে বিলে, এরপর যেতে হবে Book a cylinder আপনার গ্যাস প্রোভাইডার । সিলেক্ট করতে হবে নিজের মোবাইল নম্বর ও এলপিজি আইডি দিতে হবে এরপর পেমেন্ট করতে হবে । পেমেন্ট করতেই চলে আসবে স্ক্র্যাচ কার্ড ।
ব্যুরো রিপোর্ট