Market

গাড়ি বিক্রেতারা অনুমান করেছিল, আগস্ট থেকেই হয়তো হাল ফিরবে তাদের ব্যবসায়। উৎসবের মরসুম শুরুর আগেই গাড়ি কেনা নিয়ে ক্রেতাদের মধ্যে উৎসাহের আশা রেখেছিল তারা। কিন্তু গাড়ি ব্যবসায় এখনও অতিমারির ধাক্কা বহাল। বৃহস্পতিবার শোরুম থেকে বিক্রির হিসাব প্রকাশ করে কিছুটা এমনই জানালেন ডিলারদের সংগঠন ফাডা।
গণেশ চতুর্থী থেকে উত্সবের মরসুমের সূচনা ভাল হবে বলে আশায় ছিলেন ডিলারেরা। এ দিন ফাডার প্রেসিডেন্ট মণীশ রাজ সিংঘানিয়া জানান, ২০১৯ সালের আগস্টের তুলনায় যাত্রিবাহী গাড়ির বিক্রি ৪১ শতাংশ বাড়লেও সার্বিক ভাবে বিক্রি কমেছে ৭ শতাংশ। বাণিজ্যিক গাড়ির বিক্রি বাড়লেও, কমেছে দু’চাকা, তিন চাকা ও ট্র্যাক্টরের বিক্রি।
করোনা মহামারির জেরে ব্যপক ভাবে বেড়েছে আর্থিক বৈষম্য। তার ওপর অনিয়মিত বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগ ক্রেতাদের গতিবিধি কমিয়েছে। দাম বৃদ্ধির জেরে, আগ্রহী ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছে কম দামি দু’চাকার গাড়িও।
উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর দিয়েই। কিন্তু দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই মাসের ১৫ দিনই নতুন গাড়ি কেনা মঙ্গলজনক নয় বলে রীতি রয়েছে। তাই ব্যবসায়ীদের নজর এখন দীপাবলির দিকে। এখন এটাই দেখার যে দীপাবলিতে মা লক্ষ্মী কি পদার্পণ করবে ব্যবসায়ীদের ঘরে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ