Market

বিক্রি হতে চলেছে ইউরেকা ফোর্বস। ৪৪০০ কোটি টাকায় মার্কিন মুলুকের ইকুইটি ফান্ড অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের হাতে সংস্থার ৭২.৫৬% শেয়ার তুলে দিচ্ছে শাপুরজি পালনজি গোষ্ঠী। ২০১৯ সাল থেকেই এই ব্র্যান্ড বিক্রির কথা শোনা যায়। অবশেষে গতি পায় ইউরেকা ফোর্বস বিক্রির সিদ্ধান্ত।
এই সংস্থায় টাটা সন্সের অংশীদারি ছিল প্রায় ১৮%। কিন্তু শেয়ার বিক্রির শুরু থেকেই গণ্ডগোলের সূত্রপাত। উল্লেখ্য, ঋণভারে বেশ কয়েক বছর আগে থেকেই জর্জরিত এই বিখ্যাত জল শোধক সহ বিভিন্ন পণ্য বিক্রয়কর এই সংস্থা। বর্তমানে ইউরেকা ফোর্বসের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকায়। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে ২০২৩ সালের মধ্যে ১২ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়। সূত্রের খবর, এই শেয়ার বিক্রি করার পরে কিছুটা হলেও ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এই বিখ্যাত সংস্থা।
ব্যুরো রিপোর্ট