Market
বি পি এন ডেস্কঃ ভারতের অর্থনৈতিক অবস্থা এখনও কিছুটা দোলাচলে। আনলক পর্ব শুরু হবার পর থেকেই বিধ্বস্ত অর্থনৈতিক কাঠামোর ভিত মজবুত করার জন্য ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করতেই হয়েছে অর্থমন্ত্রক’কে। কিন্তু আমজনতা কি খুব একটা উপকৃত হয়েছেন? বেকারত্বের সমস্যা এখনও মেটে নি। নতুন কর্মসংস্থানের রাস্তাও যে দারুণ মসৃণ হয়েছে, তেমন কথাও হলফ করে বলা যায় না। আমজনতার কাছে আজ উদ্বৃত্ত অর্থের পরিমাণ কম। এদিকে গ্যাসের দাম, তেলের দাম চড়ায় মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। ভোটের মুখে পেট্রোল-ডিজেলের দাম সামান্য কমলেও সুরাহা পান নি সাধারণ মানুষ।
এরই মধ্যে নতুন বিপদ। জানা গিয়েছে, নতুন অর্থবর্ষ থেকে দাম বৃদ্ধি হতে চলেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের। যার মধ্যে অন্যতম দুধ। এবং দুধের দাম বাড়তে চলেছে ১ এপ্রিল থেকেই। কৃষকদের বক্তব্য অনুযায়ী, লিটার প্রতি দুধের দাম একধাক্কায় তিন টাকা বাড়তে পারে। দুধের দাম বাড়লে বহু নিম্ন আয়ের মানুষ যেমন দুধ কেনা থেকে বিরত থাকবেন, তেমনই দুগ্ধজাত পণ্য কেনাতেও পড়তে পারে টান। কারণ দই, ঘি, পনিরের মত খাদ্যদ্রব্যের দামও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আর শুধু দুধই নয়, বাড়তে পারে মোটর সাইকেল থেকে ট্রাক্টরের দামও। কৃষকদের ওপর এই মূল্যবৃদ্ধি অনেকটাই প্রভাব ফেলবে তাঁদের চাষাবাদে। হিরো স্কুটার বা বাইকের দামও বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিদ্যুতের বিলও চিন্তার ভাঁজ ফেলবে আমজনতার কপালে। একইসাথে টিভি, ফ্রিজ, এসির মত পণ্যও। টিভির দাম বাড়তে পারে দুই থেকে তিন হাজার টাকা। এসি ও ফ্রিজের ক্ষেত্রে দেড় থেকে দু’হাজার টাকা অতিরিক্ত খরচ হতে পারে। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রেও গুনতে হতে পারে ৫% বেশি ভাড়া।
জানা গিয়েছে, মূল্যবৃদ্ধির এই ফর্মা চালু হয়ে যাবে এপ্রিলের পয়লা তারিখ থেকেই। ফলে, নতুন অর্থবর্ষে বেশ ভালোরকম ঝটকা পেতে চলেছেন সাধারণ মানুষ।