Jobs

নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য একটা দুর্দান্ত খবর। মেগা রিক্রুটমেন্ট চলছে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন। কলকাতা, কানপুর, দেরাদুন, মুম্বাই, ভুবনেশ্বর, গৌহাটি, হায়দ্রাবাদ, সহ একাধিক রিজিয়নে নিয়োগ করা হবে প্রার্থীদের। আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির সুবর্ণ সুযোগ রইলো আপনাদের জন্য। কী কী যোগ্যতায় এবং কীভাবে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন জানুন বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতা
আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। সাথে কম্পিউটারের কাজ জানতে হবে।
স্টেনোগ্রাফার পদে আবেদনের ক্ষেত্রে উচ্যমাধ্যমিক পাশ এবং সাথে মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
মাধ্যমিক পাশবা সমতুল্য কোনো যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে।
বয়সের সময়সীমা
সংরক্ষিত প্রার্থীরা বাদে বাকি প্রার্থীদের বয়সের সময়সীমা হতে হবে – আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাল্টি টাস্কিং পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
আবেদন করার জন্য www.esic.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রার্থীদের। যেই রিজিয়নে আবেদন করতে চান, সেই রিজিয়নের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিশদে পড়ে নিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
ব্যুরো রিপোর্ট