Prime
Daily
যুগাবসান: প্রয়াত দিলীপ কুমার
By Business Prime News | July 7, 2021
Daily
প্রয়াত কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর হৃৎস্পন্দন একেবারে থমকে যায়।
বয়সজনিত অসুস্থতা তাঁর ছিলই। তার ওপর তৈরি হয় শ্বাসকষ্টের সমস্যা। এই সমস্যা নিয়ে গত মঙ্গলবার হিন্দুজা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। হয়ত আর কয়েকদিনের মধ্যে ফিরেও আসতেন। কারণ তাঁর শারীরিক অবস্থার ক্রমশই উন্নতি হচ্ছিল। কিন্তু ফিরে আসা আর হলনা। স্ত্রী সায়রা বানু সবসময় তাঁর পাশে ছিলেন। ৩০ জুন হাসপাতালে ভর্তি করার পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। দিলীপ কুমারের মৃত্যুতে একটি যুগের অবসান হল। বলিউড জুড়ে নামল শোকের ছায়া।
ব্যুরো রিপোর্ট