Daily

এবার পেনশনভোগীদের জন্য সুখবর। এবার আর পেনশনের টাকার জন্য অপেক্ষা করতে হবেনা পেনশন হোল্ডারদের। দীর্ঘদিন ধরে পেনশন হোল্ডাররা যে দেরিতে পেনশনের ঢোকার অভিযোগ জানিয়ে আসছিলো তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিলো সরকার।
EPFO র তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে মাসের শেষ তারিখে পাওনা পেনশন প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। নতুন নির্দেশে বলা হয়েছে, সমস্ত অফিস, স্কুল, কলেজ যে যে ব্যাংকের সঙ্গে টাই আপ আছে সেই ব্যাঙ্কে মাস শেষ হবার দুদিন আগে থেকেই পেনশন এর টাকা ঢুকে যাবে। এবং যথার্থ দিনেই পেনশন ভোগীরা তাদের পেনশন হাতে পেয়ে যাবেন।
এছাড়াও EPFO অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। যে কর্মচারীরা বেতন ও DA মিলিয়ে ১৫,০০০ টাকা বা তার কম পেনশন পান তারা EPS পেনশন পাওয়ারও যোগ্য বলে বিবেচিত হবেন।
ব্যুরো রিপোর্ট