Market

অতিমারি পর্বে আর্থিক অনিশ্চয়তা দেশবাসীর মনে এনেছে বাড়তি উদ্বেগ। আর ঠিক এমন পরিস্থিতিতে মৃত্যু বিমার অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। যা নিঃসন্দেহে স্বস্তির বার্তাই দিচ্ছে জনসাধারণকে।
জানা গিয়েছে, প্রায় ৫ কোটি গ্রাহক রয়েছেন ইপিএফও-র আওতায়। সেই গ্রাহকদের পরিবারের কথা ভেবেই এবার মৃত্যুতে যেমন সর্বনিম্ন বিমার অঙ্ক বাড়িয়ে করা হল আড়াই লক্ষ, তেমনই বিমার অঙ্ক সর্বোচ্চ রাখা হয়েছে ৭ লক্ষ। আগে এই অঙ্ক ন্যূনতম ছিল ২ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৬ লক্ষ টাকা।
যে সকল কর্মীর বেতন মাসে ১৫ হাজারের কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। নতুন নির্দেশ অনুযায়ী, যদি কোন কর্মী মৃত্যুর আগে টানা এক বছর কর্মরত থাকেন, তাহলে পরিবার ন্যূনতম আড়াই লক্ষ টাকা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ঠিকা শ্রমিকরাও এই সুযোগ পাবেন।
ব্যুরো রিপোর্ট