Market
ইপিএফও গ্রাহকদের জন্য শ্রম মন্ত্রকের বিশেষ ঘোষণা। মৃত্যু বিমায় বাড়ানো হল অর্থের পরিমাণ। এই সুবিধে পাওয়া যাবে ২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে।
দেশ জুড়ে যখন মৃত্যু মিছিল চলছে তখন শ্রম মন্ত্রকের বড়সড় সিদ্ধান্ত ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় থাকা ৫ কোটি গ্রাহকদের জন্য। যেখানে কেন্দ্রীয় সরকার মৃত্যুকালীন বিমায় নগদ অর্থের পরিমাণ একলাফে অনেকটাই বাড়িয়েছে। এবার মৃত্যু হলে সর্বনিম্ন বিমার পরিমাণ হবে ২.৫ লক্ষ টাকা এবং সর্বাধিক ৭ লক্ষ টাকা। এর আগে ন্যূনতম বিমার অঙ্কের পরিমাণ ছিল ২ লক্ষ টাকা এবং সর্বাধিক ৬ লক্ষ টাকা।
গোটা দেশের কাছে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। সরকারও প্রাণপণ লড়াই করে যাচ্ছে ভাইরাসের হাত থেকে দেশের প্রত্যেকটি নাগরিককে সুস্থভাবে বের করে আনার জন্য। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বয়েছে স্বস্তির হাওয়া।
ব্যুরো রিপোর্ট