Market

ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি সংক্রান্ত তথ্য তুলে ধরে এবার উদ্যোগপতিদের বিনিয়োগের বার্তা দেওয়া হলো রাজ্য সরকারের তরফে।
২০১১ সালে রাজ্যে নতুন সরকার আসার পরেই শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেছে রাজ্য সরকার। আর তাই এবার রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন ভাবে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাজ্যে শিল্প আনতে উদ্যোগপতিদের দেওয়া হলো কোন জায়গায় কত জমি রয়েছে, তার পরিসংখ্যান। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ডব্লুবিআইডিসি) পক্ষ থেকে এই পরিসংখ্যান তুলে দেওয়া হয় উদ্যোগপতিদের কাছে। এছাড়াও নতুন ভাবে বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ডব্লুবিআইডিসিপক্ষ থেকে জানানো হয়েছে, পুরুলিয়া জেলার জঙ্গলসুন্দরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে ২৪৮৩ একর জমি। ২১৬ একর জমি আছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে। হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৫৮ একর, পশ্চিম বর্ধমানের পানাগড় ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে ২২১ একর, খড়্গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪৪০ একর এবং রঘুনাথপুর স্টিল অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক (১) অংশে রয়েছে ৭৯০ একর জমি। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও জমির পরিসংখ্যান দিয়েছে ডব্লুবিআইডিসি। মডিউল বেসড ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি সংক্রান্ত তথ্য তুলে উদ্যোগপতিদের নতুন বিনিয়োগের বার্তা দেওয়া হোলো।
ব্যুরো রিপোর্ট