Jobs

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জারি করেছে ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাসিসটেন্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ৪৮ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াও। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আবেদন জানাতে পারবেন।
সেরামিক টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট বিষয়ে মোট ৪৮ জনকে অ্যাসিসটেন্ট প্রোফেসর পদে নিয়োগ করা হবে। আবেদনকারীর বাংলায় দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবেনা।
পরীক্ষার আবেদন ফিয়ের অঙ্ক রাখা হয়েছে ২১০ টাকা। তবে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির জন্য আলাদাভাবে সার্ভিস চার্জ ধার্য করা হবে।
খেয়াল রাখবেন, আবেদন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষদিনও এই ২৯ জুলাই। তবে ইউবিআই ব্যাঙ্কের শাখায় চালানের মাধ্যমে ফি জমার শেষ দিন রাখা হয়েছে ৩০ জুলাই পর্যন্ত এবং অফলাইনে ফি দেওয়ার জন্য চালান জেনারেশনের শেষদিন রাখা হয়েছে ২৯ জুলাই পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট