Trending
ইংল্যান্ডের ধনীতম ব্যক্তি এক ভারতীয়। যিনি সম্প্রতি উঠে এলেন বিশ্ববাসীর চর্চায়। তিনি গোপীচন্দ হিন্দুজা। যিনি বর্তমানে হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান। ২০২৩ সালে যে পরিবারের সম্পত্তির পরিমাণ ছিল ৩৭২০ কোটি পাউন্ড, ২০২৪ সালে এক বছরের মাথায় সেই হিন্দুজা পরিবারের সম্পত্তির পরিমাণ দাঁড়াল ৩৯ হাজার কোটি পাউন্ড! ব্রিটেনের সব ধনকুবেরদের ছাপিয়ে গিয়েছে হিন্দুজা গোষ্ঠী। এমন তথ্যই প্রকাশ করল সানডে টাইমস ম্যাগাজিন।
এখানেই জানিয়ে রাখি, ১৯১৪ সালে প্রথম কাপরের ব্যবসা দিয়ে পথ চলা শুরু হিন্দুজা পরিবারের। তারপর ধীরে ধীরে নানান প্রান্তে ব্যবসাকে সম্প্রসারিত করেছে হিন্দুজা গোষ্ঠী। কাপরের ব্যবসা ছাড়াও রয়েছে ব্যাঙ্কিং, আইটি, গাড়ি, তেল, সাইবার সিকিউরিটির মত হিন্দুজা পরিবারের ব্যবসা ছড়িয়ে রয়েছে শাখা প্রশাখায়। বিশ্বের ৪৮টি দেশে রমরমিয়ে ব্যবসা করছে এই হিন্দুজা পরিবার। তবে সবথেকে চর্চা হয় যখন একটি যুদ্ধ শিবিরকে আমূল বদলে বিলাসবহুল হোটেলে পরিণত করে হিন্দুজা। জানা গিয়েছে, উইনস্টন চার্চিলের একটি শিবিরকে হোটেলে বদলে দিতে খরচ হয় প্রায় ৩৭০০ কোটি টাকা। ৮৪ ফুট লম্বা পুল, বলরুমে ৬০০ জনের সমাবেশ, দুই কামরার ৮৫টা ঘর নিয়ে তৈরি হয়েছে এই সুপার লাগজারিয়াস হোটেল।
হিন্দুজা পরিবারের নাম ধনী তালিকায় আসতে শুরু করেছিল নব্বই-এর দশক থেকে। শুধু ভারত বলে নয়, এশিয়া এবং ইংল্যান্ডেও ধনী তালিকায় নাম ছিল হিন্দুজা পরিবারের। ২০১৪ সালে খবর আসে, হিন্দুজা গোষ্ঠীর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে রয়েছে ১২ হাজার কোটি ডলারে। আর এখন ২০২৪ সালে পরিবারের ব্যবসা দিনে দিনে ফুলেফেঁপে উঠছে। বর্তমানে গোপীচন্দ হিন্দুজা থাকেন ব্রিটেনেই। ১৯৯৭ সালে তিনি ব্রিটেনের নাগরিকত্ব লাভ করেছিলেন। তবে ব্যবসা সামলানোর জন্য কোন ভাই রয়েছেন মোনাকো-য় আর কোন ভাই রয়েছে মুম্বই-তে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ