Daily

Prime
By Business Prime News | May 26, 2021
সময়ের সঙ্গে সঙ্গে ইয়াসের চোখ রাঙানিও বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১টার মধ্যে আছড়ে পড়বে ইয়াস। তবে বাংলাকে কিছুটা স্বস্তি দিয়ে সে ছুটে যাবে ওড়িশার দিকে। তাই বলে রেহাই পাবে না বাংলা। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির প্রকোপ এড়াতে তৎপর রেল। এবার ট্রেনের চাকায় পড়ানো হল বেড়ি।
এমনিতেই লকডাউনের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। চলাচল করছে শুধু স্টাফ স্পেশাল ট্রেন। ফলে অধিকাংশ ট্রেনই দাঁড়িয়ে আছে জংশন বা কারশেডে। তাই ঝড়ের প্রভাবে যাতে বড়সড় কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য ট্রেনের চাকা শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। সেই একই দৃশ্য ধরা পড়ল কালনাতেও। শিকল দিয়ে বেঁধে দেওয়া হল ট্রেনের চাকা। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড়সড় দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান