Jobs

৩০০০ টি পদে নিয়োগ করছে এমপ্লয়িজ ইনস্যুরেন্স কর্পোরেশন। আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। কিভাবে এবং কোথায় আবেদন করবেন? রইল বিস্তারিত।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জানুয়ারি,২০২২ থেকে। প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনেই। কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ এর মধ্যে হওয়া আবশ্যিক।
স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়াও টাইপিং স্পিড থাকতে হবে। অপর দিকে ডিভিশন ক্লার্ক পদের জন্য স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটারে দক্ষ হতে হবে। আর দশম শ্রেণী উত্তীর্ণরা মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে পারেন।
ব্যুরো রিপোর্ট