Prime
Daily
জীবনযুদ্ধে পরাজয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর
By sanchitabpn21 | August 30, 2021
Daily
চিরকালের জন্য থমকে গেল ঋজুদার অ্যাডভেঞ্চার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গতকাল অর্থাৎ রবিবার রাত ১১:৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। শেষরক্ষা আর হলনা।
উল্লেখ্য, ৩৩ দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছিলেন তিনি চার মাস আগেই। এর মধ্যে বেশ কয়েকবার বুদ্ধদেব গুহ’র মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। প্রতিবার সেই গুজব হেলায় উড়িয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে থেমে গেল তাঁর আয়ুরেখা। চিরনিদ্রায় চলে গেলেন বুদ্ধদেব গুহ। বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি সামনে রেখেই তাঁর অগস্ত্যযাত্রা। শোকের ছায়া নেমে এসেছে গোটা সাহিত্যসমাজে।
ব্যুরো রিপোর্ট