Daily

ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার আগেই সন্দেশখালির ছোট কলাগাছি নদীর অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় চিন্তা বেড়েছে স্থানীয় পঞ্চায়েতের। গতকালই দুর্বল এই নদী বাঁধ রক্ষা করতে মাটি এবং বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু,ঘূর্ণিঝড় ও ভরা কোটালের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নদীর জলস্তর বাড়তে থাকায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে ছোট কলাগাছির নদী তীরবর্তী এলাকায়। বুধবার সকাল থেকে ফের ভেঙে যাওয়া ছোট কলাগাছি নদীর বাঁধ মেরামতে হাত লাগিয়েছে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন। আবারও সেই অস্থায়ীভাবে বাঁধ মেরামতের কাজ চলায় যশের দাপটে আদৌও তা রক্ষা করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
যশের প্রভাবে এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালি ১ এবং ২,হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টির সঙ্গে বাড়ছে হাওয়ার দাপটও। রায়মঙ্গল,কালিন্দী,ইছামতি,বেতনী প্রভৃতি নদীর জলস্তর-ও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ফলে,সেই সমস্ত নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার প্রভাব কতটা মারাত্মক হবে,তা ভেবেই শঙ্কিত সুন্দরবনবাসী। প্রানহাণি ঠেকাতে এবার আগেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । প্রশাসনের বিভিন্ন ফ্লাড সেন্টার এবং আশ্রয় শিবিরে দুর্গতদের রাখার বন্দোবস্ত করা হয়েছে।
অঙ্কিত মুখার্জী, সন্দেশখালি