Market
অতিধনীর তালিকায় নাম লেখাতে চলেছেন এলন মাস্ক। নাম লেখাচ্ছেন ট্রিলিয়নিয়ারের তালিকায়। সেদিক থেকে দেখতে গেলে তিনিই হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। সূত্রের খবর, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ বিশ্বের অন্যতম দুই ধনকুবের বিল গেটস এবং ওয়ারেন বুফোর সম্পত্তির সমান। স্পেস এক্স এবং টেসলার যৌথ রিটার্ন তাঁকে তুলে দিচ্ছে অতিধনীর তালিকায়।
সম্প্রতি মরগ্যান স্ট্যানলির একটি সমীক্ষায় জানানো হয়েছে, এলন মাস্কের এই অভূতপূর্ব আয় বৃদ্ধির পিছনে আসল অবদান স্পেস এক্সের। তাঁর এই সংস্থা থেকে প্রাপ্ত লাভের অঙ্ক আজ এলন মাস্কের সম্পদের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে হু হু করে। মূলত মহাকাশ ভ্রমণ, পরিকাঠামোর দিকে স্পেস এক্স যেভাবে তার কীর্তি তৈরি করেছে তাতে মাস্কের এই বিপুল আয় বৃদ্ধি খুব একটা অস্বাভাবিক কোন ঘটনা নয়। সেই সূত্রেই এলন মাস্ক আগামী কয়েক বছরের মধ্যে ঢুকে পড়তে পারবেন ট্রিলিয়নিয়ারের তালিকায়।
বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৩০ বিলিয়ন ডলার। সেদিক থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। কয়েক মাস আগে বেজোসকে টপকে গেছিলেন মাস্ক। তারপর অবশ্য বেজোস ধনীতম ব্যক্তির কুর্সি ধরে রাখেন। কিন্তু যেভাবে এলন মাস্ক নিজের সম্পত্তির পরিমাণ একচেটিয়া বাড়িয়ে চলেছেন তাতে বেজোসকে পিছনে ফেলে দিতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন পড়বে না বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট