Trending

টুইটার কিনে নেওয়ার সিদ্ধান্তের ঠিক কয়েকমাস পরেই ইলন মাস্ক জানিয়েছিলেন, সেই সংস্থা কিনতে আর আগ্রহী নন তিনি। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, টুইটার সংস্থার কাছে যে বট ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিলেন ইলন, তা জানায়নি টুইটার। আর সেই থেকেই শুরু হয় নানা টানাপড়েন। মাঝপথে চুক্তি ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় টুইটার। এমন পরিস্থিতিতে চলতি মাসের শুরুতেই ফের একবার টুইটার কেনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন ইলন মাস্ক। কিন্তু ইলন মাস্কের এই আগ্রহতেই অশনী সঙ্কেত দেখছেন টুইটার কর্মীরা। কারণ টুইটার সংস্থার প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার ইচ্ছা প্রকাশ করেছেন ইলন মাস্ক। এমন সিদ্ধান্তের মূল কারণ হল সংস্থাকে আরও লাভজনক করে তোলা।
বর্তমানে এই মাইক্রো ব্লগিং সংস্থায় মোট ৭৫০০ কর্মী রয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে এই সব কর্মীদের মধ্যে ৭৫ শতাংশ কর্মীকেই ছাঁটাই করা হবে বলে জানাগিয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে। টুইটারের মানব সম্পদ বিভাগ আবার এই বিষয়ে বলেছে, বর্তমানে নাকি কর্মী ছাঁটাই করার কোনো পরিকল্পনাই নেই। কিন্তু অন্দরের নথি-তথ্য আবার অন্য কথাই বলছে । সংস্থার অন্দরের তথ্য অনুযায়ী, সংস্থার মালিক ইলন মাস্ক থাকুক বা অন্যকেউ, কর্মী ছাঁটাই হবেই।
বছর শেষ হওয়ার আগেই প্রায় ৮০০ মিলিয়ন ডলার সাশ্রয় করাই এখন টুইটারের ম্যানেজমেন্ট বিভাগের মূল লক্ষ্য। আর সেই কারণেই এই কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তে অনড় টুইটার। এখন কেবল কর্মী ছাঁটাই করলেই কি এই ৮০০ মিলিয়নের লক্ষ্যে পৌঁছতে পারবে টুইটার? নাকি আরও অন্য পদক্ষেপ নিতে হবে ইলন মাস্ককে সেটাই লক্ষণীয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ