Prime
Daily
ভার্জিন গ্যালাকটিকের যানে মহাকাশ ভ্রমণ সারলেন এলন মাস্ক
By sanchitabpn21 | July 14, 2021
Daily
এবার মহাকাশে যাত্রা করবার জন্য টিকিট কাটলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক। টিকিট কাটলেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের সংস্থা ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান ‘ইউনিট-২২’এ।
সোমবার এই খবর প্রকাশ করেছেন ধনকুবের বন্ধু রিচার্ড ব্র্যানসন। তিনি জানিয়েছেন, স্পেস এক্সের কর্ণধার এবং ঘনিষ্ঠ বন্ধু এলন মাস্ক মহাকাশ ভ্রমণের জন্য ভার্জিন গ্যালাকটিকের আসন বুক করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এলন মাস্কের সংস্থা স্পেস এক্স যে মহাকাশযান বানিয়েছে তার নাম স্টারশিপ। এলন মাস্ক জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে তাঁর সংস্থা মহাকাশ ভ্রমণে প্রথম পদক্ষেপ ফেলতে চায়।
ব্যুরো রিপোর্ট