Trending

এই লোকটা পারেও বটে! একটা মানুষ এতটা বিতর্কবিলাসী হতে পারে? এখন তো বিতর্ক মানেই তার নাম, মিঃ এলন মাস্ক। টুইটার কেনার পর থেকে যাকে ঘিরে শুধু বিবাদই হয়ে গিয়েছে। বিরাম নেই! আর সেই বিবাদে যদি পিওকে-র মতো সেনসিটিভ ইস্যু জুড়ে যায়, তাহলে ভাবুন এর তীব্রতা ঠিক কী হতে পারে। টুইটার বলছে, পিওকে-এর গিলগিট-বালটিস্তানের বিস্তীর্ণ অঞ্চল নাকি ভারতের। পাকিস্তান শকস! মাস্ক রকস! কি হয়েচে গোটা বিষয়টা সেটাই বলছি।
ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যা করে দেখাতে পারে নি, গুগল ম্যাপ যে অসাধ্য সাধন করতে পারেনি- মাস্কের টুইটার এক নিমেষে সেই কাজ করে ফেলেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেশন চেঞ্জ করে কাশ্মীরকে ভারতের হাতে ফিরিয়ে দিল টুইটার। ঘটনাটা কীভাবে ঘটল? পাকিস্তানের এক দৈনিক সংবাদপত্রে জানানো হয়, টুইটার নাকি গিলগিট-বালটিস্তানে পাকিস্তান সরকারের অফিসিয়াল অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্লক করে দিয়েছে। এবং সেখানকার লোকেশন চেঞ্জ করে ভারতের অংশে নিয়ে গিয়েছে। মানে ওই অঞ্চলের মানুষজন যখন লোকেশন অন করে টুইট করতে যাচ্ছেন তখন তাদের লোকেশন ভারতের কাশ্মীরে শো করছে। বলা হচ্ছে, লিগ্যাল ডিম্যান্ডের কারণেই নাকি পাক অধিকৃত কাশ্মীরের লোকেশন ভারতের কাশ্মীরে শো করছে। ব্যাপারটা যে পাকিস্তান সরকারের কাছে অস্বস্তির- সেটা তো বলার অপেক্ষা রাখে না।
এমনিতেই পাকিস্তান সরকার পাক অধিকৃত কাশ্মীরের কোনরকম ডেভলপমেন্ট না করায় সেখানকার মানুষের রাগ সপ্তমে চড়ে রয়েছে। ভারত সরকারের কাজে রীতিমত মুগ্ধ পিওকে-র নাগরিকরা। কান পাতলেই শোনা যায় মোদী সরকারের গুনগান। আর এরকম সেনসিটিভ পরিস্থিতিতে টুইটারের এমন কারসাজি যে আগুনে ঘি ধালছে- সে কথা বলার অপেক্ষা রাখে না। যদিও অফিসিয়াল কোন স্টেটমেন্ট পাকিস্তান সরকার দেয় নি। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে তড়িঘড়ি একটা সাফাইনামা প্রকাশ করেছে পাকিস্তান টেলিকম অথরিটি। যেখানে পরিষ্কার জানানো হয়েছে যে টুইটারে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল এবং গিলগিট ও বালটিস্তান আসলে পাকিস্তানেরই অংশ।
গিলগিট-বালটিস্তান যে ট্যুরিজম খাতে কত বড় একটা অ্যাসেট সেটা কি আর পাকিস্তান সরকার জানেন না? কিন্তু অদ্ভুত বিষয়- এত বড় একটা অ্যাসেট কিন্তু তাতে কোন ডেভলপমেন্টের ছিটেফোঁটা গন্ধ নেই। আর মাস্ক লোকেশন চেঞ্জ করলেই দোষ? যদিও এলন মাস্ক এই বিষয়ে এখনও অবধি মুখ খোলেননি। কিন্তু পাকিস্তান টেলিকম অথরিটি এটাই জানিয়েছে যে এই ধরণের সমস্যা নাকি হাতে গোনা কয়েকজন মানুষই ফেস করেছেন এবং সমস্যার সলিউশনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে টুইটারের এই খবর যে রাতারাতি পাকিস্তান সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে তা কিন্তু বলাই যায়। প্র্যাক্টিক্যালি না হোক- ভারচ্যুয়ালি পিওকে-কে ফেরত পেল ভারত।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ