Daily

তবে কি এবার রাজত্ব বিছিয়ে চাপে পড়তে চলেছেন এশিয়ার ধনকুবের মুকেশ আম্বানি? ভারতে টেলিকম বাজারে ব্যবসার বিস্তৃতি ঘটিয়ে একেবারে গেঁড়ে বসেছেন তিনি। ব্যবসার আধিপত্যে টিকতে পারেনি ভারতের অন্যান্য টেলিকম সংস্থাগুলো। নাহ! ব্যতিক্রম তো আছেই। ব্যতিক্রম থাকতেই হয়। কিন্তু বর্তমানে প্রতিযোগিতার দৌড়ে তাদের অস্তিত্বও সংকটের মুখে।
ভারতের ইন্টারনেট ইতিহাসে এবার বড়সড় রদবদল আসতে চলেছে। এবার ভারতের ইন্টারনেট ব্যবসায় আগ্রহ প্রকাশ এলেন মাস্ক। ভারতে ইন্টারনেট পরিষেবার সূচনার উদ্দেশ্যে আসতে চলেছে এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। আর এর ফলে ধনকুবের আম্বানির সংস্থা জিও যে বেশ চাপের মুখে পড়তে চলেছে, তা ভালই আঁচ করতে পারছেন টেলিকম বিশেষজ্ঞরা।
সংস্থার মূল লক্ষ্যই হচ্ছে, ভারতে মূলত গ্রামীণ অঞ্চলগুলির ক্ষেত্রে ৮০ শতাংশ ভিভাইস ইনস্টল করা। ফলে গ্রামীণ এলাকার একটা বড় অংশের গ্রাহককে তারা নিজেদের দখলে আনতে পারবে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানের তরফে ইতিমধ্যেই বাণিজ্যিক লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে। আর সব ঠিক থাকলে আগামী বছর ৩১ শে জানুয়ারির মধ্যেই লাইসেন্স পেয়ে যাবেন তারা।
ব্যুরো রিপোর্ট