Daily

রাত্রি নামতেই নয়াগ্রাম ব্লক জুড়ে হাতির তাণ্ডব। প্রায় রোজই বিভিন্ন গ্রামে হামলা চালাচ্ছে দলমার দাঁতালের দল। জঙ্গলে খাবার নেই , ক্ষেতেও নেই তেমন কোনো ফসল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। খাবারের সন্ধানে কখনো চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে তো কখনো স্কুলে হানা দিয়ে মিড ডে মিলের চাল ডাল খাচ্ছে। শুক্রবার ফের হাতির তাণ্ডবে দিশেহারা নয়াগ্রাম ব্লকের ধান ও সব্জি চাষিরা। একসাথে ২৫ থেকে ৩০ টি দলমার হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে নয়াগ্রাম ব্লকের উঁচু কমলাপুর, কেন্দুবনি সহ বেশকিছু গ্রামের চাষের জমিতে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত নামতেই হাতির দলটি চাষের জমিতে তাণ্ডব চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে। শেষমেষ হুলা পার্টির দল হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়।
অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম