Daily

হাতির হানায় ব্যপক ক্ষতি ফসলের। খেয়ে নিয়েছে বোরো ধান, মাড়িয়ে নষ্টও করেছে বেশ কিছুটা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাঁকুড়ার নিত্যানন্দপুর সাউলিয়া এলাকায়।
জানা গিয়েছে, রবিবার রাতে বাঁকুড়ার কাঁটাবেসিয়া জঙ্গল থেকে ৯টি হাতির একটি পাল গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তারপর জমির ধান নষ্ট করে এবং খেয়েও নেয়। গ্রামবাসীরা জানতে পেরে হুলা জ্বালিয়ে তাড়া করে। ভয় পেয়ে হাতির দলটি ঢুকে পড়ে জঙ্গলে।
কিন্তু আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে গ্রামের কৃষকদের। হাতির হানা আবারও হতে পারার আশঙ্কা রয়ে গেছে তাঁদের মনে। পাশাপাশি তাঁরা ক্ষোভ জানিয়েছেন বন দফতরের উদ্দ্যশ্যেও। কৃষকদের দাবি, হাতির হানার খবর তাঁদের কানে গেলেও বন দফতর কর্ণপাত করেনি। যদিও বনদফতর জানিয়েছে, হাতির পালকে গভীর জঙ্গলে পাঠাবার জন্য সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে।
আব্দুল হাই, বাঁকুড়া