Market

ভারতের বাণিজ্যমহল বর্তমানে আত্মনির্ভরতার মন্ত্র জপলেও, ভারতীয় বাজারের মোবাইল, টিভি সহ অন্যন্য ইলেক্ট্রনিক্স গেজেটের মার্কেটের সিংহভাগই চিনের দখলে। এদিকে চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা। ফলে, কিছুটা বাধ্য হয়েই লকডাউন ঘোষণা করেছে চিন সরকার। ফলে লকডাউনের কবলে পড়েছে বিশ্বের টেক হাব শেনঝেন শহর। যে কারণে বৃদ্ধি পাবে মোবাইল, টিভি থেকে শুরু করে যাবতীয় ইলেক্ট্রনিক্স গেজেটের দাম।
চিনের শেনঝেন শহর থেকে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি সারা দেশে ছড়িয়ে পরে। ইন্টারন্যাশানাল ডেটা কর্পোরেশনের তরফে জানা গিয়েছে, ভারতের টেক মার্কেটের ২৫-৩০%-ই আসে চিনের শেনঝেন শহর থেকে, যা বর্তমানে লকডাউনের কবলে। আইডিসি-র বিশেষজ্ঞদের মতে, যদি এই লকডাউন তিন সপ্তাহের বেশি থাকে, তবে ভারত তথা বিশ্বের বাজারে তা ভালোরকম প্রভাব ফেলবে। দাম বাড়াতে বাধ্য হবে মোবাইল কোম্পানিগুলি। তবে কোনো কোম্পানিই এই দাম বৃদ্ধির ভার নিজের কাঁধে নিতে পারবে না। ফলে মূল্যবৃদ্ধির খেসারত দিতে হবে, সাধারণ মানুষকেই। আর শেনঝেনে এই লকডাউনের প্রভাব ভারতের বাজারে দেখা যাবে জুনের শেষের দিকে।
ভারতের বাজারে মোবাইলের দাম বাড়তে পারে ৫-৭% পর্যন্ত। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন। অন্যদিকে রুশ- ইউক্রেন যুদ্ধের ফলে টিভি শিল্পে প্রয়োজনীয় নিয়ন আর প্যালাডিয়ামের দাম বেড়েছে যথেষ্ট পরিমাণে। ফলে মূল্যবৃদ্ধি দেখতে পারে টিভি শিল্পও।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ