Market

দেশজুড়ে গাড়ি শিল্পে এখন চরম অনিশ্চয়তা। একে অতিমারি পরিস্থিতি, তার ওপরে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পেট্রোপণ্যের চড়া দাম। পাশাপাশি গাড়ি চালানোর খরচ বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায় অনেকেই গাড়ি কেনার ভাবনা থেকে পিছপা হচ্ছেন। তাই জ্বালানীর আমদানি খরচ কমাতে বিকল্প জ্বালানি ও তার সঙ্গে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছে মোদী সরকার। তারই বাস্তব ছবিটা ধরা পড়ল বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিসংখ্যানে। সূত্রের খবর, গত দেড় দশকে দুই, তিন, চার চাকা ও বাস মিলিয়ে প্রায় ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ভারতে।
সূত্রের খবর, গত ১৫ বছরের মতো সমান সংখ্যক বৈদ্যুতিক গাড়ি দেশে বিক্রি হবে চলতি বছরেই। আশাবাদী সোসাইটি অব ম্যানুফ্যাকচারার্স অব ইলেকট্রিক ভেহিকলস (এসএমইভি)। এমনিতেই গত বছরের তুলনায় বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দু’চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রির হার কাজ করেছে জ্বালানি হিসেবে। যদিও গোটা বিশ্বে এখনও বৈদ্যুতিক গাড়ির বাজার সার্বিক গাড়িবাজারে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। তবে মনে করা হচ্ছে, যেভাবে বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের মনে আস্থা কুড়িয়ে নিচ্ছে তাতে গাড়িবাজারে ভালোভাবেই দাপট দেখাবে বৈদ্যুতিক গাড়ি।
ব্যুরো রিপোর্ট