Market
অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভোট মিটতেই বিন্দু বিন্দু দাম বাড়তে শুরু করল পেট্রোল-ডিজেলের। আবারও প্রমাদ গুনতে শুরু করলেন রাজ্যবাসী।
গত পয়লা মার্চ থেকে তেমন একটা দামের হেরফের না হলেও মঙ্গলবার কিন্তু দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। একেবারে নির্বাচনী ফলাফল প্রকাশের পরেই। কলকাতায় আইওসির পাম্পে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৪ পয়সা করে। এবং ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। ফলে পেট্রোলের বর্তমান মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ৯০.৭৬ টাকা। এবং ডিজেলের ৮৩.৭৮টাকা। নির্বাচনী ফলাফল প্রকাশের আগেই বিমান জ্বালানির দাম বাড়ে। তারপরই সাধারণের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তাহলে কি পরবর্তী ধাপে বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দাম? আর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। যার ফলে আবারও প্রশ্ন উঠল বাংলা সহ চার রাজ্য এবং পুদুচেরি থেকে ধাপে ধাপে হতে থাকবে জ্বালানির মূল্যবৃদ্ধি?
এমনিতেই দ্বিতীয় ঝরে মানুষের জীবন বিপর্যস্ত। কর্মক্ষেত্রে আবারও বড় রকমের ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে যদি পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করে তাহলে নেতিবাচক প্রভাব পড়বে প্রত্যেকটা ক্ষেত্রেই। কারণ তেলের দাম বাড়ার মানে পরিবহনের খরচ বাড়বে। আর পরিবহন এর খরচ বাড়লে মূল্য বৃদ্ধি হবে সকল জিনিসের। তখন সংসার চালাতে গিয়ে নাকানিচোবানি খেতে হবে সাধারণ মানুষকেই। এর আগেও অন্যান্য রাজ্যের ভোটের সময় তেলের দাম না বাড়লেও নির্বাচন মিটলেই জ্বালানির মূল্যবৃদ্ধির ছবি দেখেছে দেশবাসী। এখন সেই পথেই কি হাঁটবে তেল কোম্পানি গুলো? প্রশ্ন তৈরি হলেও উত্তর এখনও অজানা।
ব্যুরো রিপোর্ট