Prime
Daily
তিস্তায় তলিয়ে গেলেন বৃদ্ধ
By Business Prime News | June 7, 2021
Daily
তিস্তার জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ল ব্যপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি এলাকায়।
জানা গিয়েছে, ৬৫ বছরের বৃদ্ধ আজিজুল হক রবিবার দুপুরে টুনিখারি গ্রামের তিস্তা ক্যানেলের পাশ দিয়ে তাঁর গরু নিয়ে ফিরছিলেন। ফেরার সময় হঠাৎই তাঁর মাথা ঘুরে যায়। নিজেকে সামলাতে না পেরে বৃদ্ধ পড়ে যান পার্শ্বস্থ তিস্তা ক্যানেলের জলে। স্থানীয়রা উদ্ধার করতে যাবার আগেই তলিয়ে যান বৃদ্ধ আজিজুল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সহ রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।
অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুর