Prime
Daily
ঝোড়ো হাওয়ায় ছাদ ভেঙে নিচে পড়লেন বৃদ্ধা
By Business Prime News | May 26, 2021
Daily
ইয়াসের ঝোড়ো হাওয়া পৌঁছে গিয়েছে বর্ধমানে। এবার সেই হাওয়ার জেরেই বাড়ির ছাদ ভেঙে আহত হলেন ৭৫ বছরের বৃদ্ধা পূর্ণিমা মুখার্জী। এই দুর্ঘটনাটি ঘটেছে তিন নম্বর ইছলাবাদ এলাকার ১০ নং ওয়ার্ডে।
প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার নিজের বাড়ির ছাদে উঠেছিলেন বৃদ্ধা পূর্ণিমা মুখার্জী। এমন সময় দমকা হাওয়ায় নিজেকে সামলাতে না পেরে তিনি পড়ে যান। আর ঠিক ঐ সময়েই হাওয়ার দাপটে ভেঙে পড়ে বাড়ির ছাদ এবং দেওয়ালের একাংশ। তার তলায় চাপা পড়ে যান পূর্ণিমা দেবী।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন এবং বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করান হয়। বর্ধমান থানার পুলিশ এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান