Daily

মানুষ ছেড়ে এবার পশুরাজের শরীরে হানা দিল করোনা ভাইরাস। একটি, দুটি নয় একেবারে আটটি এশিয়াটিক সিংহের শরীরে থাবা বসাল এই ভাইরাস। হায়দ্রাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের এই সিংহগুলির শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। যদিও চিড়িয়াখানার কর্মকর্তা ড. সিদ্ধানন্দ অবশ্য এখনও নিশ্চিতভাবে এই বিষয়টি নিয়ে কিছু জানান নি।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সিংহগুলির খিদে চলে গিয়েছিল। ক্রমাগত কাশছিল তারা। সন্দেহ হওয়াতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের করোনা টেস্ট করায়। এরপর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে তাদের নমুনা পাঠানো হয়। মনে করা হচ্ছে, তাদের রিপোর্ট পজিটিভ।
এখন প্রশ্ন উঠেছে, কিভাবে এই সিংহের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল? সন্দেহ করা হচ্ছে, কোনভাবে মানুষের থেকে এরা আক্রান্ত হয়নি তো? কারণ চিড়িয়াখানার ২৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগেও পশুদের শরীরে করোনার আক্রমণের খবর পাওয়া গিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সুস্থই আছে সিংহগুলি।
ব্যুরো রিপোর্ট