Trending
মিঠি। মোবাইল সার্ফিং-এ ওস্তাদ! আর পড়াশুনোর নাম শুনলেই গায়ে জ্বর। পড়াশুনোটা বড্ড বোরিং! কিন্তু এভাবে চললে মিঠি বেড়ে উঠবে কীভাবে? আহ! শুধু হাতে পায়ে না, নলেজেও তো বাড়তে হবে নাকি?
আরেহ! এতো এখন ঘর ঘর কি কাহানি। কিন্তু উপায় আছে। ইয়েস! রাইট! উপায় আছে। ভাবুন ভাবুন। ভাবা প্র্যাক্টিস করুন। আর? গেমসের প্রতি ওদের এই উইকনেসকেই কাজে লাগান। প্রবলেম সল্ভড।
একজ্যাক্টলি! কাজটা আসলে এতটাই সহজ। খেলার ছলেই শিখবে ওরা। ম্যাজিকাল রাইট? ম্যাজিকটা কে করেছেন জানেন? না না, কোন ইনা বিনা চীনা নয়। এক বাঙালি ব্যবসায়ী। কীভাবে? তার গল্প তিনিই ভালো বলতে পারবেন। কাজেই সময় নষ্ট না করে চলুন শুনে নেই তার জার্নিটা।
লোগো অফ স্টার্ট আপ স্টরিস অ্যাপিয়ার ইন দ্য স্ক্রিন।
জানেন তো, আমার মনে হয় learning should be fun and refreshing. দীর্ঘদিন ধরে এই কাজটাই যিনি করে আসছেন, আজকের এপিসোডে তিনিই আমার গেস্ট।
নরম-গরম মেজাজে কোম্পানিকে ম্যানেজ করে চলেছেন একেবারে শুরু থেকে। আর ব্যাক এন্ডে যার মাথায় চলছে বিদেশে এক্সপানশনের প্ল্যানিং-ও। সবটাই কি শুধু দায়িত্ববোধ থেকে?
ব্যবসার নেক্সট জেনারেশন হিসেবে তার প্ল্যানিং-এ এই কনফিডেন্স তো এক্সপেক্টেড। বিজনেসের রিচ বাড়ানোর জন্য রয়েছে তার মস্ত প্ল্যানিং। সুতরাং, এখন সে ব্যস্ত মিশন ডিজিটালাইজেশনে।
গ্লোবাল টয় মার্কেটে ভারত দাদাগিরি দেখাবে। এটা মনে-প্রাণে বিশ্বাস করেন অনির্বাণবাবু। অবশ্য যার টিমে এমন বিশ্বকর্মার রাজ, তার এমন নির্ভীক হওয়াটা সমীচীন।
গত ৭০ বছরে ভারত যা করতে পারেনি, আজ তা করে দেখাচ্ছে। অনির্বাণ বাবুর মতো দাপুটে ব্যবসায়ীদের হাত ধরেই টয় ইন্ডাস্ট্রিতে প্রকট হচ্ছে মেড ইন ইন্ডিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ। ভোকাল হচ্ছে লোকাল ইকোনমি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ