Daily

একগুচ্ছ নতুন আর্জি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ শিক্ষাকর্মীরা। শিক্ষাকর্মীদের বদলি সহ শিক্ষার্থীদের পাঠ্যক্রমেও পরিবর্তন আনার দাবিতে অনড় তারা।
শিক্ষকদের ক্ষেত্রে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার শুরু হলেও এই সুবিধা থেকে এখনও বঞ্চিত শিক্ষাকর্মীরা। শিক্ষাকর্মীদের বদলির বিষয়ে শিক্ষকদের মতো বিভিন্ন বিষয় বা মাধ্যম প্রভৃতি মাথায় রাখা আবশ্যিক নয়। কাজের ধরন মোটামুটি এক হলেই দু’টি স্কুলের সম্মতিতে মিউচুয়াল ট্রান্সফার নিতে পারেন এই কর্মচারীরা। এমনকি অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে তাঁদের আবেদন করার কোনও সুযোগ নেই। তুলনায় কম বেতন পেলেও প্রচুর টাকা যাতায়াত ভাড়া দিয়ে দায়িত্ব পালন করেন তাঁরা।
এই সুবিধা পেতে শিক্ষামন্ত্রীর উদ্দেশে দাবি তুলেছে রাজ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। পাশাপাশি নিচু ক্লাস থেকে বাণিজ্য বিষয়ক শিক্ষা দিয়ে বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বাণিজ্যমুখী করে তোলার আবেদন জানিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। পাঠ্যক্রমে বিজ্ঞানসম্মত পরিবর্তন আনার আবেদনও রেখেছেন তারা।
ব্যুরো রিপোর্ট