Daily

পেগাসাস কান্ডের সঠিক তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এডিটরস গিল্ড সহ পাঁচ সাংবাদিক। পেগাসাস প্রযুক্তি ব্যবহার করে তাঁদের ফোনে আড়ি পাতা হয় বলে জানিয়েছেন তাঁরা। আর তাই গত মঙ্গলবার এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। আগামী বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা শুনবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামনা।
এডিটরস গিল্ডের এই আবেদনের পাশাপাশি মঙ্গলবার শীর্ষ আদালতের শরণাপন্ন হন আরও পাঁচ সাংবাদিক, যাঁদের ফোন এই নজরদারির আওতায় ছিল বলে খবর ছড়ায়। সন্দেহ দানা বাধঁতেই তাঁরা তাঁদের ফোন পেগাসাস কাণ্ড নিয়ে তদন্তকারী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছিলেন ময়নাতদন্তের জন্য। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ফলে নড়েচড়ে বসেন তাঁরা। ডিজিটাল ফরেন্সিক পরীক্ষার পর জানানো হয় যে প্রতিটি ফোনেই পেগাসাস প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হয়েছিল।
এডিটরস গিল্ড সংস্থার তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, পেগাসাস সংক্রান্ত চুক্তির বিষয় খোলসা করার ব্যাপারে সরকারকে জানাতে বাধ্য করুন সর্বোচ্চ আদালত। পাশাপাশি ১৯৫১ সালের ইন্ডিয়ান টেলিগ্রাফ আইনের বিধি ও ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনকে অসাংবিধানিক ঘোষণা করার দাবি জানিয়েছে সংস্থাটি। যদিও ভারত সরকার এখনো পেগাসাস স্পাইওয়্যার কেনার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।
পেগাসাস কান্ড নিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা দেশের। একের পর এক মামলা দায়ের করা হচ্ছে শীর্ষ আদালতে। বাড়ছে চাপ। সংসদের অধিবেশনে বিরোধী পক্ষের তরফে চলছে পেগাসাস ঝড়। তবুও নীরব কেন সরকার? এখন আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকেই নজর রয়েছে সকলের।
ব্যুরো রিপোর্ট