Market
আবারো মূল্যবৃদ্ধির ছেঁকা লাগতে পারে মধ্যবিত্তের হেঁসেলে। বাড়তে পারে ভোজ্যতেল ডালের দাম। পুজোর মুখে দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাপ তৈরি হবে মধ্যবিত্তের পকেটে। বর্ষা বিদায় নিলেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বড় ক্ষতির মুখে পড়েছে খারিফ শস্য। তার জেরেই মূল্যবৃদ্ধি।
ডাল, পিঁয়াজ, সয়াবিন, আখ, তুলো মত খারিফ শস্যগুলি বারবার ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওড়িশায় চরম ক্ষতির মুখে পড়েন কৃষকরা।
এমনিতেই ভোজ্য তেল সহ ডালের দাম এখন আকাশছোঁয়া। এদিকে জোগানের থেকে চাহিদা বেশি থাকায় আমদানি করতে হয় ভারতকে। সয়াবিনের ঘাটতিও এক অন্যতম কারণ। যেখানে মনে করা হয়েছিল এক কোটি টনেরও বেশি সয়াবিনের উৎপাদন হবে বলে মনে করা হয়েছিল, সেখানে এই অকালবর্ষণে ভয়াবহ ক্ষতি হয়েছে সয়াবিনের। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, সয়াবিনের সংকট তৈরি হলে আমদানিতেও সঙ্কট বাড়তে পারে। ফলে থেকেই যাচ্ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা।
ব্যুরো রিপোর্ট