Market

ভোজ্য তেলের আগুন দামে নাজেহাল মধ্যবিত্ত। কপালে জমে দুশ্চিন্তার মেঘ। এবার আসতে চলেছে সুদিন। গত চার দিনে ১৫% দাম কমলেও মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমতে পারে ৪০ থেকে ৫০ টাকা।
ফেডারেশন অফ অল ইন্ডিয়া এডিবল অয়েল ট্রেডার্সের সভাপতি শঙ্কর ঠাক্কর জানিয়েছেন, ঈদের কারণেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় তেলের উৎপাদন কিছুটা ব্যহত হয়। ফলে দাম বৃদ্ধি পায় অনেকটা। কারণ, ভারতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আমেরিকা থেকেই তেল আমদানি করা হয়ে থাকে।
পাশাপাশি, বেশ কিছু দেশে আবহাওয়ার কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছিল তেল উৎপাদনের শস্য। যার সরাসরি প্রভাব পড়েছিল ভারতের বাজারে। অন্যদিকে আমেরিকায় যেখানে ১৩% রিফাইন্ড অয়েল মেশানো হত বায়ো-ফুয়েলে, সেই পরিমাণ দাঁড়ায় ৪৬ শতাংশে।
তবে মনে করা হচ্ছে, এই বছরে রেকর্ড পরিমাণ সরষের ফলন হয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেও উৎপাদনে ঘাটতি নেই। ফলে, ভোজ্য তেলের দাম আবারও কমে আসার সম্ভাবনা প্রবল হয়েছে।
ব্যুরো রিপোর্ট