Market
ফের চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে। দেশীয় বাজারে তৈরি হয়েছে পাম তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা। তার অন্যতম কারণ আমদানি প্রক্রিয়ায় ধাক্কা। সূত্রের খবর, ভারতকে পাম তেল রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ায় চাহিদার থেকে আভ্যন্তরীণ উৎপাদন অনেকটা কমে যাওয়ার কারণে অনির্দিষ্ট কালের জন্য রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জানা গিয়েছে, চলতি মাসের ২৮ এপ্রিলের পর থেকেই পাম তেল রফতানি বন্ধ করে দেবে ইন্দোনেশিয়া। আর যে কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে ভোজ্য তেলের দাম।
দেশে প্রতি মাসে ১৮ লক্ষ টন ভোজ্য তেল ব্যবহার করা হয়। যার মধ্যে ৬ থেকে ৭ লক্ষ টন ভোজ্য তেল আসে ইন্দোনেশিয়া থেকেই। আর বাকি তেল ভারত আমদানি করে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি থেকে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভারতে সূর্যমুখী তেলের ঘাটতি নামতে পারে ২৫ শতাংশে। তারপর ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত যে কার্যত ভোজ্য তেলের দামকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে, সেই বিষয়ে কার্যত নিশ্চিত ব্যবসায়ী মহল। তাই ভারত সরকারকে ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলার আর্জিও জানানো হয়েছে। এমনিতেই সূর্যমুখী তেলের চাহিদা কমে যাওয়ায় ভারতে ক্রমশই থাবা চওড়া করছে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা। এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে ২৮ এপ্রিলের পর। আপনার কি মনে হয়? সত্যিই কি ভোজ্য তেলের দাম বাড়বে? ভারত সরকার কি নতুন কোন পদক্ষেপ নেবে? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে নজর থাকুক বিজনেস প্রাইম নিউজের পর্দায়। বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।