Daily
মধ্যবিত্তের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হেঁশেল ঠেলতে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের। এরই মধ্যে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ আরও বেশি করে পড়ে। কারণ হিসেবে জানা গিয়েছিল, ইন্দোনেশিয়ার ভোজ্য তেলের রফতানি বন্ধের সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে যখন মানুষের বাজার খরচে পড়ছে টান, ঠিক এমনই একটা সময় চওড়া হল মধ্যবিত্তের মুখের হাসি।
মনে করা হচ্ছে, আবারও দাম কমতে পারে সর্ষের তেলের। টিন প্রতি সর্ষের তেলের দাম কমতে পারে ৪০ টাকা করে। সূত্রের খবর, ইন্দোনেশিয়া তেল রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবারও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আর যে কারণে দেশের বাজারে চাহিদায় ভাটার টান কমবে অনেকটাই। ফলে ভোজ্য তেলের দাম কমতে পারে বলেই মনে করেন বাজার বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কুইন্টাল প্রতি দাদরি সর্ষের তেলের দাম কমেছে ২৫০ টাকা। একইভাবে ভারতেও কমছে সয়াবিন তেলের দাম। তাই বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের বাজারে হেঁশেল খরচে আর আগের মতন টান পড়বে না। মূল্যবৃদ্ধির ক্ষত সারিয়ে ফের কম দামেই পাওয়া যাবে ভোজ্য তেল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ