Market
পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ায় ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে আমআদমির। তার ওপর হেঁশেলেও মূল্যবৃদ্ধির ফোস্কা পড়েছে ভোজ্য তেলের দাম নজিরবিহীন বাড়তে থাকায়। কিন্তু সম্প্রতি আশার আলো দেখাল খাদ্য দফতর। জানাল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম সস্তা হতে পারে। যার প্রভাব পড়বে আমাদের দেশীয় বাজারে।
ভারতে ভোজ্য তেল আমদানি করা হয় প্রায় ৬০ শতাংশের মত। আর গত একবছরে খুচরো তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশের কাছাকাছি। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। তবে খাদ্য দফতর সূত্রে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে থাকার কারণেই ভোজ্য তেল কার্যত শিয়রে ত্রাস হয়ে দাঁড়িয়েছে।
তবে তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের অসন্তোষের আঁচ হয়ত বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার।
তাই আমদানি শুল্ক সহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। এটাও ঠিক যে সর্ষের ফলন আমাদের এখানে যথেষ্ট হয়েছে। কিন্তু পাম তেলের জোগান স্বাভাবিকের থেকে কম থাকায় মূল্যবৃদ্ধির পায়ে শেকল পরানো সম্ভব হয়নি।
ব্যুরো রিপোর্ট