Daily

কয়লা কাণ্ডের পর এবার আইকোর মামলা। এই মামলায় চিটফান্ড কাণ্ডের কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতি কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । আইকোরের কর্ণধার অনুকূল মাইতি গত নভেম্বরে জেলবন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়। এই মামলায় আরো একাধিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, পরে অবশ্য একে একে সকলেই মুক্তি পেয়ে যান. গত বছরের মাঝামাঝি সময়েই কণিকা মাইতিও মুক্তি পেয়েছিলেন। উল্লেখ্য ২০১৭ সালের বেআইনি অর্থলগ্নি সংস্থা আই কোরের মাধ্যমে খোলাবাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল । সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আই কোরের কর্ণধার অনুকূল মাইতি স্ত্রী কণিকা মাইতি কে ডেকে পাঠানো হয়েছে বলে ইডির সূত্রে খবর
সল্টলেক থেকে মনস চৌধুরীর রিপোর্ট