Daily

পানামা পেপার কাণ্ডে দিল্লির লোকনায়ক ভবনে বলিউড অভিনেত্রী তথা বচ্চন বধূ ঐশ্বর্যা রাই বচ্চনকে তলব করে ‘ইডি’। টানা ৬ ঘণ্টা জেরা চলে সেখানে। জানা গেছে পানামা পেপার্স কেলেঙ্কারিতে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতে কর ফাঁকি দেওয়ার জন্য বিদেশে সম্পত্তি বা অর্থ গচ্ছিত রাখার অভিযোগেই এই তলব।
পানামা পেপার কাণ্ডে ইতিমধ্যেই প্রায় ৫০০ জন ভারতবাসীর জড়িত থাকার খবর পাওয়া গেছে। যেখানে এই ৫০০ জনের মধ্যে রয়েছেন একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী। এই প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
অনেকদিন ধরেই এই পানামা পেপার কাণ্ডের তদন্ত চলছে। যেখানে দেশের তাবড় তাবড় নাম এই তালিকায় যোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।
পানামা দ্বীপ রাষ্ট্রে অফশোর কোম্পানির মাধ্যমে বেশ কিছু ভারতীয় টাকা রেখেছিলেন বলে অভিযোগ। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে কোনোরকমে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়। আর সেই দলিল মাফিক অভিযোগ হল, কর ফাঁকি দিয়ে বিদেশে বিপুল অর্থ গচ্ছিত রেখেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য। এই নিয়ে কিছুদিন আগে অভিষেক বচ্চনকেও ডেকেছিল ইডি। জানা যাচ্ছে নোটিস পাঠানো হতে পারে অমিতাভ বচ্চনকেও। একের পর এক গোয়েন্দা তলবে রীতিমতো অস্বস্তিতে বচ্চন পরিবার।
ব্যুরো রিপোর্ট