Prime
Daily
বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফ্লিপকার্টকে সাড়ে দশ হাজার কোটি টাকার নোটিশ দিলো ইডি
By sanchitabpn21 | August 7, 2021
Daily
বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফ্লিপকার্টকে সাড়ে দশ হাজার কোটি টাকার নোটিশ দিলো ইডি। ফ্লিপকার্টের কাছ থেকে আগামী ৯০ দিনের মধ্যে এই নোটিশের উত্তর চাওয়া হয়েছে ইডির তরফে।
ইডির অভিযোগ, প্রায় দশ হাজার ছ’শ কোটি টাকার হিসেবে গরমিল করে ভারতীয় এই ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় সংস্থা হিসেবে দেশের যাবতীয় আইন মানতে তারা বাধ্য। তারা জানিয়েছে, বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সমস্ত আইনই তারা মেনে চলে। সেই সংক্রান্ত সমস্ত তথ্য দিতেও তারা প্রস্তুত বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
ফ্লিপকার্টের জানিয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা বিদেশি বিনিয়োগ আইন সংক্রান্ত অভিযোগের তদন্তের পূর্ণ সহযোগিতা করবে ফ্লিপকার্ট। যদিও শচীন বনসল ও বিন্নি বনসলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ব্যুরো রিপোর্ট