Market

ওমিক্রনের আতঙ্কে ভর করেই থমকে যেতে পারে দেশের আর্থিক বৃদ্ধি। ক্ষতির মুখে পড়তে পারে আবারো দেশবাসী। ৯.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির যে পূর্বাভাস আগে দেওয়া হয়েছিল, এখন সেই বৃদ্ধির চাকা হোঁচট খেতে পারে। ফলে আর্থিক বৃদ্ধি কিছুটা কমে দাঁড়াতে পারে ৯ শতাংশে। এমনই পূর্বাভাস দিচ্ছে আইএমএফ।
অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই আর্থিক কর্মকাণ্ড কিছুটা ধাক্কা খায়। একইসঙ্গে পরিবহনের চাকাও কিছুটা আটকে যায়। সবমিলিয়ে বৃদ্ধির পরিবেশটাই অনেকটা ফিকে হয়ে পড়েছে। দোসর হিসেবে রয়েছে বিশ্ব বাজারের ঝাপসা ছবিটা। তার অন্যতম প্রধান কারণ আমেরিকা এবং চিনের প্রত্যাশাপূরণে ব্যর্থতা। বিশ্বের এই দুটি দেশের বাজার প্রাক করোনার অবস্থায় নেই। যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার দরুণ ভারতে আর্থিক বৃদ্ধি কমতে পারে বলে মনে করছেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।
তবে আইএমএফ সূত্রে এটাও জানানো হয়েছে যে, আগামী অর্থবর্ষে দেশে জিডিপির হার বেড়ে পৌঁছতে পারে ৭.১ শতাংশে। এখন সার্বিকভাবে দেশের অর্থনীতির চাকা কোনদিকে বাঁক নেয় সেদিকেই লক্ষ্য রাখছেন অর্থনীতিবিদরা।
ব্যুরো রিপোর্ট