Market
নতুন বছরে আর্থিক বৃদ্ধিতে ফ্রান্স এবং ব্রিটেনকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারে ভারত। পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত দাঁড়াতে পারে বিশ্বমঞ্চে। যা মোদী সরকারের সাফল্যের ভিত আরো অনেকটাই মজবুত করে দেবে। যেখানে গোটা বিশ্ব জুড়ে করোনার আবহ, সেখানে ভারত নিজের অর্থনীতির শিরদাঁড়া যে ফের শক্ত করে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে বিশ্বের প্রথম সারির দেশগুলির কাছে এক যোগ্য বার্তাই দেবে।
নতুন বছরে ভারতের এই আর্থিক বৃদ্ধির অন্যতম কারণ টিকাকরণে জোর। সঙ্গে ঝিমিয়ে থাকা শিল্প, প্রতিষ্ঠানগুলির মাথা তুলে ফের দাঁড়ানোর চেষ্টা। করোনার প্রথম ওয়েভ আসার পরেই ভারতের আর্থিক অবস্থা যথেষ্ট বেসামাল হয়ে পড়ে। একদিকে বেকারত্ব বাড়তে থাকে নজিরবিহীন। বহু শিল্প প্রতিষ্ঠানের অবস্থা নড়বড়ে হয়ে যায়। জিডিপি একধাক্কায় নামতে শুরু করে। আম আদমি থেকে দেশের তাবড় অর্থনীতিবিদদের কপালে জমে আশঙ্কার মেঘ।
এরপরেই কেন্দ্র দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে বিভিন্ন পরিকল্পনা নিতে থাকে। ফলে দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও ভারতের আর্থিক বৃদ্ধিতে তেমন একটা সমস্যা তৈরি হয়নি। ফ্রান্সের অর্থনীতি ২.৭ ট্রিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম। ভারতের অর্থনীতি ফ্রান্সের অর্থনীতি থেকে খুব একটা পিছিয়ে নেই। ব্রিটেন অবশ্য সেদিক থেকে একটু এগিয়েই আছে। কিন্তু মনে করা হচ্ছে, ভারতে যে গতিতে আর্থিক বৃদ্ধি হচ্ছে, তাতে ফ্রান্স এবং ব্রিটেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে জিডিপির নিরিখে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারে ভারত।
ব্যুরো রিপোর্ট