Daily

একদিকে চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধি। নাজেহাল অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্ন রোজগেরে মানুষগুলোর। এই পরিস্থিতিতে আর্থিক বৈষম্যের ছবিটাও গোটা দেশ জুড়ে ব্যপকভাবে ছড়িয়ে পড়ছে। কর্মীদের রোজগারের গড় হিসাবটাও যে বেশ রুগ্ন, সেটা আরও জোরদার হল সাম্প্রতিক একটি রিপোর্টে। তারপরেই কার্যত মোদী সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা পি. চিদম্বরম।
প্রসঙ্গত, দেশে গড় রোজগারের স্বাস্থ্য একেবারেই ভালো নেই। অন্তত তেমনটাই বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা। যেখানে বলা হয়েছে, মোট ন্যাশনাল আর্নিংয়ের ৬-৭ শতাংশ রয়েছে উপরের দিকে থাকা ১ শতাংশ মানুষের হাতে। আবার অন্যদিকে তথ্য বলছে, যাদের আয় ২৫ হাজার টাকা তাদের সংখ্যাটা ন্যাশনাল আয়ের বিচারে ৩০-৩৫ শতাংশ মতন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর্থিক বৈষম্য যদি দেশে এতটাই তীব্র প্রভাব ফেলে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? তবে এই যুক্তিরও সাফাই গেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, মূল্যবৃদ্ধি শুধু ভারতের সমস্যা নয়। গোটা বিশ্বে কোপ পড়েছে মূল্যবৃদ্ধির।