Trending

নির্বাচনী হাওয়ার সঙ্গে বইছে করোনার ঝড়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৩ হাজারের গণ্ডি। কিন্তু প্রার্থী থেকে নেতা-মন্ত্রীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সচেতনতার অভাব। সভা সমাবেশে উপচে পড়ছে ভিড়। উধাও করোনা বিধি। এখনও বাকি আছে আরও চার দফা। যেভাবে করোনা চোখ রাঙাচ্ছে, তাতে বিধি-নিষেধের তোয়াক্কা না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই কড়া ডোজ দিতে এবার ময়দানে নামল কমিশন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড বিধি না মানলে বন্ধ রাখতে হবে র্যালি, সমাবেশ। জানানো হয়েছে, করোনা ঠেকাতে পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার। এমনকি মানতে হবে দূরত্ববিধিও। প্রার্থীদেরই উচিৎ ছিল করোনার বিধি মেনে নিজেদের দৃষ্টান্ত তৈরি করার। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি।
ব্যুরো রিপোর্ট