Daily

ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই শেষ হল রাজ্যের আট দফার নির্বাচন। ইতিমধ্যে বিজয় মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
করোনা সুনামির বর্তমান ঢেউয়ের কথা মাথায় রেখে গণনার দিন পোলিং এজেন্টদের সুরক্ষার দিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করল নির্বাচন কমিশন। গণনার দিন যে সমস্ত পোলিং এজেন্টরা থাকবেন তাদের জন্য ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, সমস্ত কিছুর ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সূচনার ভিত্তিতে গণনায় যুক্ত এজেন্ট এবং সাংবাদিকদের আরটিপিসিআর র্যাপিড টেস্ট, নেগেটিভ রিপোর্ট দিতে হবে জানায় নির্বাচন কমিশন।
সমস্ত সুরক্ষা ব্যবস্থার দিকে নজর রাখছেন জেলা প্রশাসন নির্বাচন। একথা জানালেন নির্বাচন ও.সি আনসুল গুপ্তা।
মানস চৌধুরি, কলকাতা