Daily
রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভায় বিভিন্ন বুথে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন লঞ্চে করে। আজ সকাল থেকেই সাজো সাজো রব চলছে উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ, নদিয়ার শান্তিপুরে এবং কোচবিহার জেলার দিনহাটা কলেজে।
নির্বাচন কমিশন চারটি কেন্দ্রেই বুথের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্রীয় প্যারামিলিটারির হাতে। যথারীতি বুথের বাইরে আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। এবারের বিধানসভা উপনির্বাচনের চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বিশেষ করে খড়দহ এবং গোসাবায় ভোট হচ্ছে তৃণমূল প্রার্থীদের মারা যাওয়ার কারণে। অন্যদিকে শান্তিপুর এবং দিনহাটায় ভোট হচ্ছে বিজেপির দুই প্রার্থী জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। চারটি বিধানসভা কেন্দ্রের অনেকগুলি বুথেই এবার থাকছে লাইভ ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। যা দিল্লি থেকে সরাসরি মনিটর করবে নির্বাচন কমিশন। যথারীতি থাকছে কিউআরটি, রেডিও ফ্লাইং সহ সেক্টর মোবাইল কেন্দ্রীয় প্যারামিলিটারির নিয়ন্ত্রণে।
খড়দহ বিধানসভার শেষ মুহূর্তের কমিশনের প্রস্তুতি চলছে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। ভোটকর্মীরা যেমন করোনাবিধি নিয়ে সচেতন রয়েছেন তেমনি রয়েছে প্রশাসনিক তৎপরতা।
তবে ডিসিআরসিতে পরিদর্শনে এসে উপনির্বাচনের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেখান থেকে দেখুন খড়দহ বিধানসভা উপনির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি পর্ব।
যথারীতি নদিয়া জেলার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি শিবির বসেছে রাণাঘাট কলেজে। একেবারে করোনার সংক্রমণ মাথায় রেখেই থার্মাল গান, মাস্ক, স্যানিটাইজার নিয়েও প্রস্তুত কমিশন। সামগ্রিক চিত্রটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র দিনহাটা। এই দিনহাটা থেকেই গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হারিয়ে ছিলেন যাকে সেই দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ এবারেও প্রার্থী হয়েছেন এই দিনহাটা কেন্দ্রে। রাজ্যবাসীর নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। দিনহাটা কলেজের ডিসিআরসি কেন্দ্র থেকে পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি।
অঙ্কিত মুখার্জী, রনি চ্যাটার্জী, দেবাশীষ বিশ্বাস
খড়দহ, শান্তিপুর, দিনহাটা